সারাদেশ

মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দর বন্ধ, যাত্রী পারাপার স্বাভাবিক

মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দর বন্ধ, যাত্রী পারাপার স্বাভাবিক

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৪, সকাল ১১:১৪

মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটির কারণে আজ সোমবার (১৬ আগস্ট) হিলি স্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক নাজমুল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ''ধর্মীয় উৎসবের সম্মানার্থে একদিনের জন্য বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'' অন্যদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা যায়, যদিও আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে, তবে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিকভাবে চলছে। দুই দেশের নাগরিকরা নির্ধারিত নিয়ম অনুযায়ী চেকপোস্ট দিয়ে যাতায়াত করতে পারবেন। উল্লেখ্য, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দৈনিক বিপুল পরিমাণ পণ্য আমদানি-রপ্তানি হয়। তবে ধর্মীয় উৎসব উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এই বন্দর বন্ধ রাখা হয়েছে এবং ১ দিনের ছুটি শেষে আগামীকাল থেকে পূর্বের ন্যায় সবকিছু পুনরায় চালু করা হবে।