সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৭,৯৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৭,৯৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৪, সকাল ১১:৩৩

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চাঁদলাই গোপাপাড়া এলাকা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পরিত্যক্ত অবস্থায় ৭,৯৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জের সিপিসি-১ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মাদকের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে আসছে। র‌্যাব পূর্ব পরিকল্পনা অনুযায়ী মহানন্দা টোলঘর মোড় সংলগ্ন শেখ হাসিনা ব্রিজগামী রাস্তায় নজরদারি বৃদ্ধি করে। অভিযানের সময় মাদক কারবারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা মাদক ফেলে দ্রুত পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।