সারাদেশ

ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারের পাশে নবাগত জেলা প্রশাসক ফরিদা খানম

ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারের পাশে নবাগত জেলা প্রশাসক ফরিদা খানম

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৪, রাত ১১:৫৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকায় মৃত্যুবরণকারী শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বোয়ালখালীর আকুবদন্ডীস্থ গ্রামের বাড়িতে গিয়ে বিএটিসি’র প্রকৌশল বিভাগের ছাত্র শহীদ মোঃ ওমর বিন আবছারের কবর জিয়ারত করেন জেলা প্রশাসক ফরিদা খানম। এ সময় তিনি শহীদ ওমরের পিতা হাজী নুরুল আবছার, মাতা রুবি আক্তারসহ স্বজনদের সাথে দেখা করেন এবং তাদের প্রতি সান্তনা ও সমবেদনা জানান। জেলা প্রশাসক ফরিদা খানম শহীদ ওমরের কবরস্থানের রাস্তা সংস্কার এবং পার্শ্ববর্তী একটি সড়কের নামকরণ শহীদ ওমরের নামে করার প্রতিশ্রুতি দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, বোয়ালখালিকে তাত্ক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। সেসময়, শহীদ মোঃ ফারুকের পরিবারের সাথেও সাক্ষাৎ করেন জেলা প্রশাসক। নগরীর বহদ্দারহাটে ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ফারুকের স্ত্রী সীমা আক্তার ও শিশু পুত্র-কন্যার সাথে দেখা করেন ফরিদা খানম। সীমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, তার সন্তানদের পড়ালেখা বন্ধ হয়ে যাবে। এসময় জেলা প্রশাসক সীমা আক্তারকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং তার সন্তানদের সরকারি স্কুলে ভর্তিসহ বিনাবেতনে পড়ালেখার সুযোগ দেওয়ার আশ্বাস দেন। এভাবে, শহীদদের পরিবারের প্রতি জেলা প্রশাসক ফরিদা খানমের মানবিক সহায়তা ও সমবেদনা আন্তরিকতা ও সহযোগিতার বার্তা বহন করে।