সিরাজগঞ্জ প্রেসক্লাব নতুন ২৫ জন গণমাধ্যম কর্মীকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, দৈনিক দিনকাল এবং বাংলাভিশনের স্টাফ রিপোর্টার হারুন-অর-রশিদ-খান হাসান নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে সদস্যপত্র প্রদান করেন।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক শরীফুল ইসলাম ইন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য আব্দুস সামাদ সায়েম, মোঃ রহমত আলী, সিনিয়র সদস্য খ.ম একরামুল হক, এটিএন বাংলা ও এটিএন নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসান, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি হীরক গুণ, সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌড়, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিংকু কুন্ডু, দৈনিক যুগান্তরের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ জেহাদুল ইসলাম, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, এখন টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি রিফাত রহমান, আরটিভি'র সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক কলম সৈনিকের নির্বাহী সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, বৈশাখী টেলিভিশনের সুজিত সরকার, ডিবিসির সিরাজগঞ্জ প্রতিনিধি খালিদ হ্রদয়, দৈনিক মানবকণ্ঠ ও জাগো নিউজের আব্দুল মালেক, দীপ্ত টিভির সিরাজুল ইসলাম শিশির, আনন্দ টেলিভিশনের সাধন দাস প্রমুখ।
নতুন সদস্যরা হলেন:
১. ফেরদৌস হাসান - এটিএন বাংলা, এটিএন নিউজ
২. এইচ এম মোকাদ্দেস - দৈনিক যায়যায়দিন
৩. মোঃ সাইফুল ইসলাম - ডেইলি সান
৪. মোঃ মুমীদুজ্জামান জাহান - দৈনিক দেশ রূপান্তর
৫. মোঃ আশরাফুল ইসলাম - গ্লোবাল টেলিভিশন
৬. মোঃ অদিত্য রাসেল - রাইজিং বিডি, শেয়ারবিজ
৭. মোঃ আজিজুর রহমান মুন্না - দৈনিক সকালের সময়
৮. মোঃ এনামুল হক - দৈনিক আজকের বাংলা
৯. মোঃ রাফিউল আলম বাবুল তালুকদার - দৈনিক সোনালী বার্তা
১০. রানা আহমেদ - সারাবাংলা ডটনেট, বাংলা ট্রিবিউন
১১. শুভ কুমার ঘোষ - দৈনিক গণমুক্তি, ঢাকাপোস্ট ডটকম
১২. মোঃ মিলন সেখ - দৈনিক আমার সংবাদ
১৩. মোঃ ইউসুফ -উ-জ্জামান - দৈনিক চাঁদতারা
১৪. মোঃ ছাম্মি আহমেদ আজমীর - দৈনিক আজকের দর্পন, গ্রীন টেলিভিশন
১৫. মোঃ রাকিবুল ইসলাম - দৈনিক আজকের বসুন্ধরা
১৬. মোঃ রেজাউল করিম খান - দৈনিক প্রতিদিনের কাগজ
১৭. মোঃ হোসেন আলী ছোট্ট - দৈনিক চিত্র
১৮. মোঃ আশরাফুল ইসলাম (জয়) - দৈনিক অগ্রসর
১৯. মোঃ রাজ - দৈনিক মুক্ত খবর
২০. মোছা: শাহীদা পারভীন - দৈনিক আমার বার্তা
২১. মাকসুদা খাতুন - দৈনিক বাংলাদেশের আলো
২২. মোঃ হুমায়ন কবির সোহেল - দ্য পিপলস্ নিউজ ২৪ ডটকম
২৩. মোঃ মাসুদ রানা - দৈনিক ভোরের আকাশ
২৪. মোঃ ইসমাইল হোসেন দূরন্ত - দৈনিক জনবাণী
২৫. মোঃ শাকিল আহমেদ - ডেইলী স্টেট ও নয়া আলো পোর্টাল
মতামত