সারাদেশ

ডোমারে তাঁতী দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ডোমারে তাঁতী দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৪, রাত ১০:৪২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের পর ঢাকায় ফেরার পথে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ডোমার শহরের বাটার মোড় রুবেল চত্বর থেকে উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি সৈয়দ নুরনবী হোসেন নয়নের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রুবেল চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ডোমার উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি মো. যুবরাজ হোসেন রাজ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক জিয়ারুল কবির লিটন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রিপন বাদশা মিনার, হরিণচড়া ইউনিয়ন সভাপতি আসাদুল সরকার আজাদ, গোমনাতি ইউনিয়ন সভাপতি খীরেন্দ্র রায়, এবং পাঙ্গা মটুকপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ ইসলামসহ ১০টি ইউনিয়নের তাঁতী দলের নেতাকর্মীরা। সভায় সৈয়দ নুরনবী হোসেন নয়ন বলেন, "বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণের সময় আমাদের কেন্দ্রীয় আহ্বায়কের ওপর আওয়ামী সন্ত্রাসীরা যে হামলা চালিয়েছে, তার তীব্র নিন্দা জানাই। আওয়ামী ফ্যাসিবাদী শক্তি এখনও ষড়যন্ত্রে লিপ্ত, তাদের প্রতিহত করতে হবে।" তিনি আরও বলেন, "গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে হত্যা এবং অন্যান্য নেতাদের ওপর হামলার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার করা হোক।"