নীলফামারীর ডোমারে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে তাওহীদি জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অভিযুক্ত জয়দেব রায় জিতু নামে এক হিন্দু যুবকের শাস্তির দাবিতে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হরিণচড়া ইউনিয়নের বুড়ির হাটে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভে অংশ নেওয়া তাওহীদি জনতা বলেন, ইসলাম ধর্ম নিয়ে এমন মন্তব্য কোনোভাবেই সহ্য করা যাবে না, এবং অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। অভিযুক্ত জয়দেব রায় জিতু হরিণচড়া ইউনিয়নের পূর্ব আটিয়াবাড়ী এলাকার বাসিন্দা জিতেন চন্দ্রের পুত্র।
জানা গেছে, গত ৫ আগস্ট এক ফেসবুক পোস্টের মন্তব্যে জিতু ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেন, যা দ্রুতই এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। তবে পরিস্থিতি বিবেচনা করে তিনি তার মন্তব্যটি মুছে ফেলেন।
এ বিষয়ে হরিণচড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. রাসেল রানা জানান, জিতু তার ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন, এবং বিষয়টি স্থানীয় আলেম ও এলাকাবাসীর সহযোগিতায় মীমাংসার চেষ্টা চলছে।
মতামত