সারাদেশ

রাজশাহীতে ১০ দাবিতে ক্রিকেটারদের মানববন্ধন

রাজশাহীতে ১০ দাবিতে ক্রিকেটারদের মানববন্ধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৪, রাত ১০:৩৬

"বিগত কোরাম হটাও, রাজশাহী ক্রিকেট বাঁচাও"—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে 'রাজশাহী বিভাগীয় বঞ্চিত খেলোয়াড় ও কোচবৃন্দ'র আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম গেটে এই মানববন্ধন হয়। এতে অংশ নেন রাজশাহীর ক্রিকেট খেলোয়াড়, কোচ, এবং ক্রীড়া সংগঠকরা। তারা সরকারের কাছে ১০ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: ১. বিগত ১৫ বছরের পুরাতন কোরাম বাদ দিয়ে নতুন স্বচ্ছ কমিটি গঠন। ২. কমিটির মেয়াদ সর্বোচ্চ ৩ বছর। ৩. জেলা ও বিভাগীয় টিম পারফরম্যান্সের ভিত্তিতে গঠন। ৪. প্রতি বছর বিভাগীয় টিমে জেলাগুলো থেকে অন্তত ২ জন নতুন খেলোয়াড় নেওয়া। ৫. ন্যাশনাল টিম ছাড়া একজন খেলোয়াড় পারফরম্যান্সের ভিত্তিতে সর্বোচ্চ ১৫ বছর টিমে থাকতে পারবে। ৬. জবাবদিহিমূলক সিলেকশন টিম গঠন, যেখানে কোচ ও ক্যাপ্টেনও নির্বাচন প্রক্রিয়ায় থাকবেন। ৭. সিলেক্টর, কোচ, এবং ক্যাপ্টেন ছাড়া অন্য কেউ টিম গঠনে হস্তক্ষেপ করতে পারবে না। ৮. পারফরম্যান্স ছাড়া আত্মীয়করণ গ্রহণযোগ্য নয়। ৯. বিভাগীয় টিমে নিজস্ব বিভাগের কোচ ও ম্যানেজার নিয়োগ দিতে হবে। ১০. অনূর্ধ্ব-১৪ থেকে অনূর্ধ্ব-১৮ সহ জেলা ও বিভাগে দুর্নীতিমুক্ত কমিটি গঠন। মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্রিকেটার কামরান হাফিজ ডিকি, নাইম ইসলাম জুনিয়র, কোচ জামিলুর রহমান সাদ, অভিষেক মিত্র, রমজান আলী, রইজ উদ্দিন বাবু, সাইফুল আজিজ সাজু, আব্দুল গাফফার রনি এবং অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বরা।