সারাদেশ

রাঙ্গাবালীতে জামায়াত-শিবিরের মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান

রাঙ্গাবালীতে জামায়াত-শিবিরের মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৪, রাত ১০:৩১

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের যৌথ উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় এক মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করেও উপজেলা জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি জনসমুদ্রে রূপ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও পটুয়াখালী জেলা আমীর অধ্যাপক মুহাম্মদ শাহ আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মহানগরীর ছাত্র শিবিরের সভাপতি ও সাবেক কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আব্দুল্লাহ আল নাহিয়ান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের রাঙ্গাবালী উপজেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলা আমীরে জামায়াত ও পটুয়াখালী জেলা শুরা সদস্য মুহাম্মদ কবির হুসাইন। সঞ্চালনায় ছিলেন পটুয়াখালী জেলা শাখার ছাত্র শিবিরের সভাপতি মুহাম্মদ মেহেদী হাসান নাহীদ। এছাড়া জামায়াত ও শিবিরের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দেশের রাজনৈতিক বৈষম্য ও ছাত্র আন্দোলনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সকলকে ইসলামি নীতি অনুসরণ করার আহ্বান জানান।