বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়ে ডিএসইউএস এন্ড পুণ্ড্র যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় মেধাবী বৃত্তি ২০২৩ এর সম্মাননা প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মহাস্থান মাহিসওয়ার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। তিনি বলেন, "সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা দিয়ে আমরা সমাজের পরিবর্তন আনতে পারি। ডিএসইউএস এন্ড পুণ্ড্র যুব উন্নয়ন সংস্থার মাধ্যমে আমরা একটি ভালো ইংলিশ স্পিকিং প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। আমাদের লক্ষ্য থাকবে শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি কার্যক্রমকে আরও বিস্তৃত করা।"
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোকামতলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো. আমিনুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জান, উপজেলা সমাজসেবা অফিসার সুলতান আহম্মেদ, মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হালিম, বগুড়া জনতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. তোফাজ্জল হোসেন, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ডিএসইউএস এন্ড পুণ্ড্র যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুস ছামাদ সোহাগ, মহাস্থানগড় প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু, মহাস্থান শাহ সুলতান বলখী (রাঃ) ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মাদ আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোট ১৯ জন ট্যালেন্টপুল, ৪৪ জন সাধারণ কোটার, ২৩ জন প্রাতিষ্ঠানিক এবং ১৩৪ জন শুভেচ্ছা স্মারক প্রাপ্ত শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও, অনুষ্ঠানের শেষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বাড়াতে সহায়তা করবে।
মতামত