সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির আয়োজনে একটি জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কাওয়াক মোড় এলাকায় এই জনসভা হয়।
পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল ওয়াহাব, সদস্য সচিব মো. আজাদ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, যুবদলের সদস্য সচিব নিকসন কুমার আমিন, ছাত্রদলের আহ্বায়ক রিয়াসাত করিম নয়ন, সদস্য সচিব আমিরুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. ইলিয়াস কাউসার, উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম এবং কৃষক দলের সভাপতি শহিদুল ইসলামসহ বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।
জনসভায় বক্তারা সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করেন এবং বিএনপির আসন্ন রাজনৈতিক কর্মসূচির বিষয়ে জনগণকে অবহিত করেন।
মতামত