সারাদেশ

কুড়িগ্রামে শিশু নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে আচরণগত বিষয়ক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে শিশু নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে আচরণগত বিষয়ক সভা অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৫:০১

কুড়িগ্রামে শিশু নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে স্থানীয় স্টেকহোল্ডার এবং বিভিন্ন গ্রুপের সাথে একটি আচরণগত বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় মৌ-বাজার আনছার ক্লাবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের আয়োজনে এবং ইউনিসেফের অর্থায়নে এই সভা অনুষ্ঠিত হয়। ৩ নং ভোগডাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোগডাঙ্গা মডেল কলেজের প্রফেসর নুর আলম বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্য কুমরপুর এম এল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই, ভোগডাঙ্গা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ সহকারী মোছাঃ মৌসুমী আক্তার, ক্লিনিকপাড়া জামে মসজিদের ইমাম আহসানুল ইসলাম এবং পুরোহিত সাধুররাম মন্দিরের রমনী চক্রবর্তী। এছাড়া এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র রায় ও সাগর ইসলামও বক্তব্য রাখেন। বক্তারা বাল্যবিবাহ এবং শিশু নির্যাতন রোধে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।