সারাদেশ

রাজারহাটে বাল্যবিয়ে বন্ধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত

রাজারহাটে বাল্যবিয়ে বন্ধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৪:৫৮

বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা রোধে রাজারহাটে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজারহাট ইউনিয়নের দেবী চরণ প্রাঙ্গণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের আয়োজনে এবং ইউনিসেফের অর্থায়নে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপের সভাপতিত্ব করেন মোঃ শহিদুল ইসলাম, ৪নং ওয়ার্ড রাজারহাট ইউপি সদস্য। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত সহকারী সিনিয়র শিক্ষক মোঃ জসিজুল হক। এছাড়া সমাজ সেবক জনাব আদম মন্ডল, আইয়ুব আলী মন্ডলসহ আরও অনেকে বক্তব্য দেন। ওয়ার্ল্ড ভিশনের এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর মিনহাজুল ইসলাম, আপেল মাহমুদ ও সাইদুল হকও বক্তব্য রাখেন। বক্তারা বাল্যবিবাহ রোধে সকল শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণের আহ্বান জানান।