সারাদেশ

কাউনিয়ায় বিএনপির আলোচনা সভা: গণতন্ত্র দিবস সফল করতে পরিকল্পনা

কাউনিয়ায় বিএনপির আলোচনা সভা: গণতন্ত্র দিবস সফল করতে পরিকল্পনা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৩:২৯

বিভাগীয় শহর রংপুরে ১৫ সেপ্টেম্বর গণতন্ত্র দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা সফল করার লক্ষ্যে কাউনিয়া উপজেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে দলের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমদাদুল হক ভরসা। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মোজাহারুল আলম বাবলু, যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ, আব্দুর রহিম, জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, আখতারুজ্জামান, সারাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আনছার আলী, টেপামধুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নূরুল ইসলাম, শহীদবাগ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সেকেন্দার আলী, কুর্শা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মানিক সরকার, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু, সদস্য সচিব মোসাব্বের আহম্মেদ কোয়েল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম প্রমুখ। সভায় আলোচনা হয় গণতন্ত্র দিবস উদযাপন সফল করতে ইউনিয়ন পর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা সভা এবং মোটরসাইকেল শোডাউন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।