সারাদেশ

বরগুনায় মহাপরিচালকের পদত্যাগের দাবিতে নার্সদের মানববন্ধন

বরগুনায় মহাপরিচালকের পদত্যাগের দাবিতে নার্সদের মানববন্ধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ১:০২

বরগুনায় নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং জেনারেল হাসপাতালের নার্সদের উদ্যোগে শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় হাসপাতাল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের প্রধান দাবি ছিল, নার্সিং পেশা এবং নার্সদের নিয়ে কটুক্তি করার জন্য মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ। নার্সিং ইনস্ট্রাক্টররা জানান, সম্প্রতি নার্সদের একটি দল মহাপরিচালক মাকসুরা নূরের সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদের সঙ্গে অশোভন আচরণ করেন। মহাপরিচালক মন্তব্য করেন যে নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়া সরকারের ভুল ছিল, যা নার্সদের ক্ষুব্ধ করেছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, যদি মহাপরিচালক দ্রুত পদত্যাগ না করেন, তাহলে কর্মবিরতি এবং কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। বরগুনা সরকারি জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জাকিয়া পারভিন বলেন, নার্সদের প্রতি মহাপরিচালকের আচরণ গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন যে মহাপরিচালককে নার্সদের কাছে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে। নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শুভ বলেন, মহাপরিচালকের মন্তব্য নার্সিং পেশাকে মারাত্মকভাবে হেয় করেছে এবং এটি নার্সিং সমাজকে ব্যথিত করেছে। তিনি অতি দ্রুত পদত্যাগ না করলে সারাদেশে নার্স সমাজ কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে। মানববন্ধনে উপসেবা তত্ত্বাবধায়কসহ শতাধিক নার্স এবং নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।