সারাদেশ

ডোমারে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

ডোমারে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ১২:১৭

নীলফামারীর ডোমার পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বাদ আছর ডোমার উপজেলার বাটার মোড় রুবেল চত্বরে এই মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে বয়ান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোকাররম হোসাইন সাঈদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডোমার পৌর জামায়াতে ইসলামীর আমীর ও উপজেলা মজলিসে শুরার সদস্য মোঃ নুর কামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও নীলফামারী জেলা আমীর মুহাম্মদ আব্দুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুস সাত্তার, ডোমার উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুল হাকিম, ডোমার উপজেলা জামায়াতের আমীর খন্দকার মোঃ আহমাদুল হক (মানিক), সেক্রেটারী মোঃ আব্দুল হক, ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ দেলাওয়ার হোসেন এবং ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা মোসলেহুদ্দীন শাহ কোরাইশী। মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও ডোমার সাংস্কৃতিক কেন্দ্রের পরিবেশনায় ইসলামী সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।