সারাদেশ

কুর্শা ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সংবর্ধনা

কুর্শা ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সংবর্ধনা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ১২:১৪

রংপুরের কাউনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৩নং কুর্শা ইউনিয়ন শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টায় মীরবাগ বাসস্ট্যান্ডে স্থানীয় বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠন এবং এলাকাবাসীর উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক এমদাদুল হক ভরসা ও সদস্য সচিব অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু নবগঠিত ৩৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিকে ঘোষণা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং কুর্শা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক খাজা আলাউদ্দিন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ফজলুল হক ফজলু। সংবর্ধিত নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী ও মিজানুর রহমান এবং কমিটির সদস্য ফারুক হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপি নেতা দুলাল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সজিব উদ্দিন, সদস্য সাদ্দাম হোসেন, কুর্শা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী, সদস্য সচিব মাসুদ রানা মাসুম, ছাত্রদলের সাবেক সভাপতি মইনুল ইসলাম কল্লোল এবং সাধারণ সম্পাদক রায়হান ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত কমিটির প্রতি তাদের দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান এবং ভবিষ্যতে দলের কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন।