শিক্ষাঙ্গন

নতুন আঙ্গিকে চালু হলো ডিআইইউ ইইই ক্লাব

নতুন আঙ্গিকে চালু হলো ডিআইইউ ইইই ক্লাব

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৪, রাত ১০:৪০

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ক্লাব কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এরই প্রেক্ষিতে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে কেক কাটার মাধ্যমে নতুন আঙ্গিকে আবারও যাত্রা শুরু করেছে ডিআইইউ ইইই ক্লাব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের (বিওটি) চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটয়ারী, উপ-উপাচার্য ড. গণেশ চন্দ্র সাহা, অধ্যাপক মোঃ আব্দুল বাসেত, সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম এবং বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। উপ-উপাচার্য ড. গণেশ চন্দ্র সাহা বলেন, "এই ক্লাবের সদস্যরা বিভাগের শিক্ষার্থী, তাই ক্লাবের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সহযোগিতা করতে হবে। ক্লাবের কর্মপরিকল্পনা থাকা জরুরি এবং আমরা আশা করছি বিভাগ ও ক্লাব মিলে ভালো কিছু ইউনিক প্রোগ্রাম করবে।" চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটয়ারী ক্লাবের সাফল্য কামনা করে বলেন, "আমি আনন্দিত ক্লাবটি আবারো সক্রিয় হচ্ছে। আমরা সবসময় ক্লাবের কার্যক্রমকে উৎসাহিত করি। তবে কিছু ক্লাব লেজুর ভিত্তিক রাজনৈতিক দলে সুবিধা নেয়ার চেষ্টা করায়, আমরা কিছু ক্লাব সাময়িকভাবে বন্ধ রেখেছিলাম। এখন তোমরা এই ক্লাবকে আরো বড় করবে এবং দেশে-বিদেশে নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বোর্ড অফ ট্রাস্টিজ এবং ইউনিভার্সিটি ম্যানেজমেন্টের পক্ষ থেকে ক্লাবকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি।"