সারাদেশ

নওগাঁর মহাদেবপুরে বিএনপির পথসভা

নওগাঁর মহাদেবপুরে বিএনপির পথসভা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৪, রাত ১০:২৯

নওগাঁর মহাদেবপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিএনপির একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ধনজইল ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি। সভায় সভাপতিত্ব করেন চেরাগপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-আল-রশীদ। প্রধান অতিথি পারভেজ আরেফিন সিদ্দিকী জনি তার বক্তব্যে বলেন, "যারা লুটপাট, ভাংচুর ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত, তারা বিএনপির সদস্য নয়। তাদের পরিচয় সন্ত্রাসী ও লুটপাটকারী।" তিনি নেতা-কর্মীসহ সকলের উদ্দেশ্যে বলেন, "যদি কোথাও সন্ত্রাসী কার্যকলাপ ঘটে, তাহলে আইন হাতে তুলে না নিয়ে তাদের আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।" সভায় বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনসচেতনতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো যাবে না। দলের সকল নেতাকর্মীদের সব সময় সচেতন থাকতে হবে।" বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, আলহাজ্ব মোঃ আক্কাস আলী, মোঃ উজ্জল হোসেন, মোঃ আবুল কালাম আজাদ (স্বপন), মোঃ দুলাল হোসেন, মোঃ মোজাফ্ফর রহমান এবং ইউপি সদস্য ও বিএনপি নেতা মোঃ রাশেদুজ্জামান চৌধুরী রাশেদ প্রমুখ।