গোপালগঞ্জে সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর উপর হামলার প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মঠবাড়িয়া উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়, যেখানে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানানো হয়।
প্রতিবাদ সভায় সেচ্ছাসেবক দলের নেতারা জানান, কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী তার বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে গোপালগঞ্জের গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে আওয়ামী লীগের কর্মীরা তার গাড়িতে হামলা চালায়, এতে এসএম জিলানী গুরুতর আহত হন।
মঠবাড়িয়া পৌরসভা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মৃধার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, আহ্বায়ক এজিএস সোহেল, এবং সদস্য সচিব আল-আমীন নাজাত প্রমুখ।
নেতারা হামলা কারীদের গ্রেফতার এবং দোষীদের শাস্তির দাবি জানান।
মতামত