চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দাইপুকুরিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের একটি আমবাগান থেকে ৩৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান প্রবেশ করবে। এই সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি আমবাগানে অভিযান চালায়। অভিযানের সময় মাদক কারবারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ফেলে পালিয়ে যায়।
উদ্ধারকৃত ফেনসিডিল শিবগঞ্জ থানায় জিডির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মাদক কারবারীদের আটক করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
মতামত