দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়ার এক মাহফিলে ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ১১টার দিকে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। একই পরিবারের দশজন হিন্দু ধর্মাবলম্বী মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। স্থানীয় এই মাহফিলে মুফতি আমির হামজার (কুষ্টিয়া) হাতে পরিবারটি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এই সময়ে তারা নিজেদের জ্ঞান ও ইচ্ছার ভিত্তিতে ধর্ম পরিবর্তন করেছেন। তারা জানিয়েছেন যে, তাদের ধর্ম পরিবর্তনে কোনো ধরনের বাধ্যবাধকতা বা চাপ প্রয়োগ করা হয়নি।
নব মুসলিমদের নাম:
- পূর্বে শ্রীমতী অজিতন (৭৫), বর্তমান মোছাঃ আমিছা
- পূর্বে শ্রী কদল (৫০), বর্তমান মো. হযরত আলী
- পূর্বে শ্রীমতী ফেলানী (৪৫), বর্তমান মোছাঃ ফাতেমা বেগম
- পূর্বে শ্রী রূপম কুমার (৩২), বর্তমান মো. হাসান মাহমুদ
- পূর্বে শ্রী আগুন দাস (২০), বর্তমান মো. আবীর হোসেন
- পূর্বে শ্রীমতী বৃষ্টি (১৫), বর্তমানে মোছাঃ ফারিয়া জান্নাত
- পূর্বে টপি-রানী (২৭), বর্তমান মোছাঃ জমিলা খাতুন
- পূর্বে শ্রী জয় (১০), বর্তমান মো. জোনায়েদ
- পূর্বে শ্রীমতী জয়া (৭), বর্তমান মোছাঃ হাসনা হেনা
- পূর্বে শ্রীমতী জৌতি (.৫), বর্তমান মোছাঃ হুমাইরা
মতামত