সারাদেশ

তাড়াশে সাড়া জাগিয়েছে ঝুলন্ত ডালিতে সবজি চাষ

তাড়াশে সাড়া জাগিয়েছে ঝুলন্ত ডালিতে সবজি চাষ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৪, সন্ধ্যা ৬:০১

সিরাজগঞ্জের তাড়াশে অনাবাদি ও জলাবদ্ধ জমিতে ডালি পদ্ধতিতে সবজি চাষে সাড়া ফেলেছেন কৃষক মোঃ আবুল কালাম আজাদ। পতিত ও জলাবদ্ধ জমিতে ডালি স্থাপন করে নানা ধরনের সবজি চাষ করছেন তিনি, যা দেখে এলাকার অন্যান্য কৃষকরাও উদ্বুদ্ধ হচ্ছেন। উপজেলা কৃষি বিভাগের সহায়তায় ডালি পদ্ধতিতে লাউ, শসা, মরিচ ও করলাসহ বিভিন্ন প্রকার সবজি চাষ হচ্ছে। এতে কৃষকরা ভালো ফলন পেয়ে লাভবান হচ্ছেন। আবুল কালাম আজাদ জানান, সবজি চাষে তিনি উপজেলা কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা পেয়েছেন। পৌর গ্রামের কৃষক মো. নাজমুল হক, মো. রফিকুল ইসলাম, সোনিয়া খাতুনসহ অনেকে জানালেন, ঝুলন্ত ডালিতে সবজি চাষ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই পুকুর এবং জলাবদ্ধ জমিতে মাছের চাষের পাশাপাশি এই পদ্ধতিতে সবজি চাষ করছেন। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, "জলাবদ্ধ জমিতে ডালি পদ্ধতিতে সবজি চাষে সফলতা পাচ্ছেন কৃষকরা। এভাবে পতিত জমিতে সবজি উৎপাদন করে কৃষকরা লাভবান হচ্ছেন এবং তাদেরকে সকল প্রকার সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে।" এই নতুন চাষ পদ্ধতি এলাকায় সমন্বিত কৃষি ব্যবস্থার অংশ হিসেবে প্রশংসা কুড়িয়েছে।