সারাদেশ

বেলকুচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেলকুচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৩:৩১

সিরাজগঞ্জের বেলকুচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বেলকুচি থানা চত্বরে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান। ডিআইজি আলমগীর রহমান তার বক্তব্যে বলেন, "আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু পুলিশের নয়, দেশের সব বাহিনীরই রয়েছে দায়িত্ব। সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে সবাইকে আইন মেনে চলতে হবে। পুলিশকে আইন মেনে চলার কথা বলা হচ্ছে, তবে পুলিশের পাশাপাশি সব ক্যাডার সার্ভিসেরও দায়িত্ব রয়েছে।" অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার ফারুক হোসেন, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ও কমান্ডিং অফিসার নাহিদ আল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ। এ মতবিনিময় সভায় বেলকুচি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং আইন প্রয়োগকারী বাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।