সারাদেশ

করিমগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

করিমগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৩:২৯

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়ন দক্ষিণ আশতকা এলাকায় আমেনা আক্তার (২৪) নামে এক গৃহবধূ স্বামীর সঙ্গে অভিমান করে ইঁদুরের  বিষ খেয়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর বিকাল ৩ টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমেনা আক্তার দক্ষিণ আশতকা গ্রামের মৃত আ:গণির মেয়ে ও সৌদি প্রবাসী শাহ পরানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্বামীর সাথে মোবাইল ফোনে প্রবাসী আয়ের টাকার হিসাব  নিয়ে পারিবারিক কলহের জের ধরে আমেনা  বাবার বাড়িতে থাকার ঘরে  ইঁদুরের বিষ পান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩ টার দিকে মারা যান তিনি। আমেনা আক্তার স্বামী, এক মেয়ে, এক ছেলে রেখে গেছেন। বুধবার, ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:মিজানুর রহমান ইঁদুরের বিষ খেয়ে মৃত্যুর বিষয়টি ও পোস্টমর্টেম করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।