শিক্ষাঙ্গন

কাতারে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী

কাতারে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৪, বিকাল ৩:৪৮

কাতারের রাজধানী দোহায় কাতারস্থ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দোহার স্টার অব ঢাকা রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পারস্পরিক মতবিনিময় করেন উপস্থিত সদস্যরা। অ্যাসোসিয়েশনের কর্মপ্রবাহ বৃদ্ধি ও নতুন সদস্য সংগ্রহ সহ নানা বিষয়ে আলোচনা হয়। আগামী এক মাসের মধ্যে প্রতিষ্ঠাতা সদস্য সাগর মুল কাতার ত্যাগ করে অস্ট্রেলিয়া গমন করবেন বলে জানিয়েছেন। এর প্রেক্ষিতে বিদায় সংবর্ধনা প্রদানের বিষয়েও আলোচনা হয়। যাওয়ার দিন-তারিখ ঠিক হলে অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করে সদস্যদের জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় উপস্থিত ছিলেন কাজী শামীম আহসান, চৌধুরী মোসাদ্দেক হোসেন, এ.কে.এম. আমিনুল হক, মোহাম্মদ সেলিম উদ্দিন, ইফতেখার উদ্দিন আহমেদ, ফখরুল ইসলাম তারেক, খাইরুল ওয়ারা মঞ্জুর, সাগর মন্ডল, ওবায়দুল্লাহ আল রাফি, রেজাউর রহমান, জাকারিয়া যোবায়ের প্রমুখ।