শেরপুর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খোয়ারপাড় ও গৌরিপুর এলাকার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন গৌরিপুর এলাকার মিজানুর রহমান (৩৫) এবং মিন্টু মিয়ার ছেলে শ্রাবন।
পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সংঘর্ষের একপর্যায়ে গৌরিপুরের মিজানুর রহমান ঘটনাস্থলেই মারা যান এবং আহত শ্রাবনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। আহতদের শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে এবং ঘটনার তদন্ত চলছে।
মতামত