বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের আওতাধীন শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান বুধবার (১০ সেপ্টেম্বর) মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় অনলাইন প্রেসক্লাব বগুড়া জেলা শাখার সভাপতি মাকছুদ আলম হাওলাদার।
এছাড়া শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, প্রবীণ সাংবাদিক বাবু রতন কুমার রায়, নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহাগ, শিবগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবীর কুমার দত্ত, এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিবগঞ্জের প্রবীণ সাংবাদিক বাবু রতন কুমার রায়কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়া, অনুষ্ঠানে শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ২৭ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে এমদাদুল হককে সভাপতি এবং রবিউল ইসলাম রবিকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আলী, সহ-সভাপতি নুহুরুল হক রুবেল, সাজু মিয়া, কনক দেব, কামরুজ্জামান, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক শেখর চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক উৎপল কুমার মোহন্ত, সহ-দপ্তর সম্পাদক রাব্বি হাসান সুমন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলজার রহমান, সমাজকল্যাণ সম্পাদক বাকি বিল্লাহ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুহুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক তৌহিদ মন্ডল, ক্রীড়া সম্পাদক জহুরুল ইসলাম সৈকত।
এছাড়াও কমিটির সদস্য হিসেবে নুরনবী রহমান, এম আর মিজান, আবুল খায়ের, আবু হাসান হাবিব, ওসমান গনি, মাসুদ রানা, সোহাগ আলী, মাসুদ রানা মাসুদ এবং মোহসীন আলী নির্বাচিত হন।
অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক আহমেদ, এবং অন্যান্য সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত