কাতার সার্চ অ্যান্ড ফলোআপ ডিপার্টমেন্ট প্রধানের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

কাতার সার্চ অ্যান্ড ফলোআপ ডিপার্টমেন্ট প্রধানের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৪, রাত ১০:০০

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম কাতারের সার্চ অ্যান্ড ফলোআপ ডিপার্টমেন্টের প্রধান মেজর ওমর খলিফা আলরুমাইহির সাথে এক বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকটি ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কাতারের সেহলিয়া এলাকায় অনুষ্ঠিত হয়। বৈঠকে কাতারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন সমস্যা ও কল্যাণ নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম কাতারের পুলিশ ও প্রশাসনের কার্যক্রমের প্রশংসা করেন এবং বাংলাদেশি নাগরিকদের কল্যাণ নিশ্চিত করতে দূতাবাসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। মেজর ওমর খলিফা আলরুমাইহি বাংলাদেশি প্রবাসীদের সচেতনতা বৃদ্ধি এবং নিয়ম-শৃঙ্খলার প্রতি আনুগত্যের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান। বৈঠকে রাষ্ট্রদূত নজরুল ইসলাম বিভিন্ন সময়ে গ্রেফতার হওয়া বাংলাদেশি নাগরিকদের বিষয়ে জানতে চান এবং তাদের কল্যাণ নিশ্চিত করার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন। মেজর আলরুমাইহি জানান, কাতারে গ্রেফতার হওয়া ব্যক্তিরা সাধারণত আইন লঙ্ঘনকারী কার্যক্রমের সাথে জড়িত থাকেন। তবে, কাতারের সাথে বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম সম্পর্কের ভিত্তিতে অধিকাংশ ক্ষেত্রেই তাদেরকে সাজা না দিয়ে দেশে ফেরত পাঠানো হয়। রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, কিছু বাংলাদেশি নাগরিককে মিথ্যা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়। মেজর আলরুমাইহি জানান, গ্রেফতারকৃত প্রত্যেক ব্যক্তি ৪৮ ঘণ্টার মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ পান এবং এ সময় তারা আইনি সহায়তা গ্রহণ করতে পারেন। রাষ্ট্রদূত এ ধরনের মিথ্যা অভিযোগে বাংলাদেশি নাগরিকদের অযথা হয়রানি থেকে বিরত থাকার জন্য কাতারের পুলিশের প্রতি আহ্বান জানান। বৈঠকে ডিপোর্টেশন সেকশনের প্রধান ক্যাপ্টেন আব্দুল্লাহ আল হাজিরি এবং সার্চ অ্যান্ড ফলোআপ ডিপার্টমেন্টের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান ও শ্রমকল্যাণ উইং-এর কাউন্সিলরগণ বৈঠকে অংশগ্রহণ করেন।