সারাদেশ

নাচোলে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মাসকলাইয়ের বীজ-সার বিতরণ

নাচোলে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মাসকলাইয়ের বীজ-সার বিতরণ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৪, রাত ৯:৫৬

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ২ হাজার প্রান্তিক কৃষকের মাঝে সরকারী প্রণোদনার আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মাসকলাইয়ের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলার তালিকাভুক্ত ৫৫০ জন কৃষকের প্রত্যেককে এক কেজি পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, নেটজাল ও বালাইনাশক বিতরণ করা হয়। এছাড়াও, ১,৪৫০ জন কৃষককে পাঁচ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। বীজ-সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম ও আব্দুর রাকিবসহ অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ। এ ধরনের প্রণোদনা কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক কৃষকরা গ্রীষ্মকালীন চাষাবাদে উৎসাহিত হচ্ছেন এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়তা পাচ্ছেন। সরকার আশা করছে, এসব উদ্যোগ কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এবং দেশের কৃষিখাতকে আরও সমৃদ্ধ করতে সহায়ক হবে।