সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:৫২

চাঁপাইনবাবগঞ্জে তীব্র লোডশেডিং জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। দিনের শুরু থেকে গভীর রাত পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাটের কারণে মানুষ অসহনীয় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। এলাকাবাসী জানায়, প্রতি দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসলেও তা ৪০ থেকে ৪৫ মিনিটের মধ্যে আবার চলে যায়, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। লহলামারী এলাকার বাসিন্দা মো. নূরুল ইসলাম জানান, দিনভর কাজের পর রাতে বিদ্যুৎ চলে গেলে তীব্র গরমের কারণে ঘুমানো অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে তার ছোট বাচ্চারা রাতে ঘুমাতে না পারার কারণে পরদিন কাজে মনোযোগ দেওয়াও কঠিন হয়ে যাচ্ছে। দ্রুত এই পরিস্থিতির পরিবর্তন না হলে সমস্যার সমাধান করা কঠিন হবে বলে তিনি জানান। অটো রাইস মিল ও ফুড মিল মালিকরাও বিদ্যুতের অনিয়মিত সরবরাহের কারণে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অর্ডার ডেলিভারি দিতে না পারায় ব্যবসা খারাপের দিকে যাচ্ছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং খরচ বৃদ্ধি পাচ্ছে। শ্রমিকদের মজুরি পরিশোধ করতেও তারা বেগ পাচ্ছেন। এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। নাচোল উপজেলার কৃষকরা জানান, বর্তমানে আমন ধানের মৌসুম চলছে, কিন্তু লোডশেডিংয়ের কারণে তারা ধানে প্রয়োজনীয় ছেঁচ দিতে পারছেন না। ফলে ধানের ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা। চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ছানোয়ার হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতের চাহিদা দিনে ৬০-৭০ মেগাওয়াট এবং রাতে তা আরও ২০ মেগাওয়াট বৃদ্ধি পায়। কিন্তু গড়ে মাত্র ৪১ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। সারা দেশে কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ থাকায় এই ঘাটতি দেখা দিয়েছে। তিনি আরও জানান, বিদ্যুৎ সরবরাহ কম থাকায় বাধ্য হয়ে প্রতি দেড় ঘণ্টা পরপর লোডশেডিং করতে হচ্ছে এবং এ সমস্যার সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের জনসাধারণ দ্রুত সমাধানের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।