সারাদেশ

বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত পরিবারকে আর্থিক সহায়তা ও মীর শহীদ মুগ্ধ স্কয়ার উন্মোচন

বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত পরিবারকে আর্থিক সহায়তা ও মীর শহীদ মুগ্ধ স্কয়ার উন্মোচন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:৪৯

কেন্দ্রীয় বিএনপি’র ক্রীয়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল হক বলেছেন, “বৈষম্য বিরোধী ছাত্রজনতা আন্দোলন শুধু কোটা সংস্কারের জন্য নয়, বরং এটি ভাত, কাপড় ও গণতান্ত্রিক অধিকারের আন্দোলন। শেখ হাসিনার স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেতে আন্দোলন শুরু হয়েছে। আওয়ামী লীগের অবৈধ ক্ষমতা ও দাপট কোনোদিনই টিকবে না, এবং তাদের দুর্নীতি ও হত্যাকাণ্ডের বিচার হবে বাংলাদেশের মাটিতে।” মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমিনুল হক এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত আর্থিক সহায়তা নিহত ও আহত পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমিনুল হক প্রথমে শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের পালিকান্দা গ্রামের নিহত সেলিম মাস্টারের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের মধ্যে নগদ ২ লক্ষ টাকা প্রদান করেন। এরপর তিনি পঞ্চদাশ গ্রামের নিহত শ্রমিকনেতা শহীদ রনির কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদেরও ২ লক্ষ টাকা সহায়তা দেন। অনুদান প্রদানের এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মীর শাহে আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আনোয়ারুজ্জামান আনোয়ার, আনোয়ারুল ইসলাম মুকুল, আব্দুল হান্নানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্রজনতা আন্দোলনে আহত শিবগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের ১২ জন নেতাকর্মীর মাঝে আর্থিক অনুদান প্রদান করেন এবং শহীদ মুগ্ধ স্কয়ারের নতুন ফলক উন্মোচন করেন। সভায় বক্তারা আওয়ামী লীগের দুর্নীতি, হত্যা ও দুঃশাসনের সমালোচনা করে বলেন, বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই করছে এবং জনগণ তাদের পাশে থাকবে।