লালমনিরহাটের পাটগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হাফেজ মোঃ আজিজুল ইসলামসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং অসুস্থদের দ্রুত সুস্থতার জন্য দোয়া, শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে আউলিয়ারহাট কাজী নিজামিয়া দাখিল মাদরাসার আয়োজনে মাদরাসা প্রাঙ্গণে সকাল ১১টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং শ্রীরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান। এছাড়া সভাপতিত্ব করেন মাদরাসা কমিটির সদস্য আহম্মদ আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা অধ্যক্ষ কাজী আবুল কালাম আজাদ, ১ নং ইউপি বিএনপি সভাপতি সফিয়ার রহমান, ১ নং ইউপি সেক্রেটারি আখেরুজ্জামান ডাবলু, ইউপি সদস্য ফরহাদ হোসেন লিটন এবং বিশিষ্ট সমাজসেবক মনিরুজ্জামান মুক্তা।
আলোচনায় বক্তারা শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার মানোন্নয়নের জন্য সকলের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এছাড়া, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
মতামত