শিক্ষাঙ্গন

ভিসি বিহীন স্থবির বশেফমুবিপ্রবি: ৭ দিনের মধ্যে নিয়োগের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

ভিসি বিহীন স্থবির বশেফমুবিপ্রবি: ৭ দিনের মধ্যে নিয়োগের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৯ সেপ্টেম্বর ২০২৪, রাত ১১:২৯

জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য নিয়োগের দাবি জানিয়ে আন্দোলনে নেমেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। উপাচার্য নিয়োগের জন্য সাত দিনের আল্টিমেটাম দিয়ে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার সুদৃষ্টি কামনা করেছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে ছাত্র-শিক্ষকরা তাদের দাবি তুলে ধরেন। সেখানে তারা জানান, বিশ্ববিদ্যালয়ে কোনো উপাচার্য, উপ-উপাচার্য, ডিন এবং অধ্যাপক না থাকায় গুরুত্বপূর্ণ আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা সম্ভব হচ্ছে না। বিগত এক মাস ধরে বিশ্ববিদ্যালয় কার্যত অভিভাবকহীন অবস্থায় রয়েছে, ফলে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। শিক্ষার্থীরা সম্মানিত শিক্ষকদের সঙ্গে কথা বলে একাডেমিক কার্যক্রম এবং হলগুলো চালু রাখার চেষ্টা করলেও সমস্যা দীর্ঘায়িত হচ্ছে। তারা আরও বলেন, শিক্ষক-কর্মকর্তাদের বেতন বন্ধ, পরিবহন ও হল পরিচালনায় জ্বালানি সংকটসহ নানা সমস্যার কারণে একাডেমিক কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে। সেশনজটও দিন দিন দীর্ঘ হচ্ছে। এসব সমস্যা নিরসনে দ্রুত উপাচার্য নিয়োগ ছাড়া কোনো বিকল্প নেই। সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে অবিলম্বে স্বনামধন্য অধ্যাপক ও গবেষকদের মধ্য থেকে উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারারসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিতে হবে। এ নিয়োগ ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোর মতোই হতে হবে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হয়ে থাকে। এ সময় তারা সতর্ক করে বলেন, আগামী সাত দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।