সারাদেশ

ঠান্ডা পানি, খাবার স্যালাইন ও ক্যাপ বিতরণ

ঠান্ডা পানি, খাবার স্যালাইন ও ক্যাপ বিতরণ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৪, দুপুর ২:৪৯

সারাদেশের সাথে তীব্র গরমে অতিষ্ঠ পটুয়াখালীর বাউফলের জনজীবন। আর এ সংকটাপন্ন অবস্থায় খেটে খাওয়া মানুষকে একটু প্রশান্তি দিতে ঠান্ডা পানি, খাবার স্যালাইন ও ক্যাপ বিতরণ করেছে তারুণ্যের জাগরণ নামক একটি সেচ্ছাসেবী সংগঠন। এ কার্যক্রমে সহায়তা করে এসএসসি ২০২১ ব্যাচ। রবিবার (২৮ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার বানিজ্যিক বন্দর কালাইয়ার বিভিন্ন স্থানে ভ্যান নিয়ে ঘুরে ঘুরে এ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটির সদস্যরা। এলাকার ১৫০ জন রিকশাচালক, শ্রমিক ও পথচারীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। তীব্র গরমের মধ্যে একটু প্রশান্তি পেয়ে খুশি এসব খেটে খাওয়া মানুষেরা। এসব উপকরণ পেয়ে পথচারী ও খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফুটেছে। মোহাম্মদ জামাল মিয়া রিকশা নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার রিকশা থামিয়ে ঠান্ডা পানি, ক্যাপ ও স্যালাইন দেয়া হয়। তিনি বলেন, ‘কয়দিনে যে গরম পরছে। আমরা কেমনে বাইচা থাকমু। রিকশা চালাই অনেক ঝুঁকি নিয়া। আমনেগোরে ধন্যবাদ এমন উদ্যোগ নেয়ায়।’ সংগঠনের সংস্কৃতি বিষয়ক সম্পাদক তামিম হোসেন বলেন, ‘আমরা মানুষের জন্য কাজ করি। এটা হয়ত সামান্য কিছু। আমরা চাই এতে উদ্বুদ্ধ হয়ে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিক।’