সারাদেশ

ডোমারে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলন অনুষ্ঠিত

ডোমারে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলন অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৯ সেপ্টেম্বর ২০২৪, রাত ১০:২৯

"মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র" এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে মিরজাগঞ্জ রেল-স্টেশন বাজারে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোহাম্মদ রশিদ মাস্টার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানী। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ডোমার উপজেলার সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মইনুল ইসলাম, শ্রমিক আন্দোলনের সভাপতি মৌলভী সাহিদার রহমান, যুব আন্দোলনের সভাপতি মাওলানা নাজমুল হাসান এবং ছাত্র আন্দোলনের সভাপতি খাইরুল ইসলাম লিটনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সম্মেলনে পরামর্শের ভিত্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোড়াবাড়ী ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়। মোঃ মোকতারুল ইসলামকে সভাপতি, হাফেজ মোঃ রজব আলীকে সেক্রেটারি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম ঘোষণা করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে দক্ষ, খোদাভীরু নেতৃত্ব তৈরি করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।" সম্মেলন শেষে শপথ বাক্য পাঠ এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।