সারাদেশ

ভোলায় নৌবাহিনী প্রধানের সফর ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন

ভোলায় নৌবাহিনী প্রধানের সফর ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৯ সেপ্টেম্বর ২০২৪, রাত ১০:১৪

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ৯ সেপ্টেম্বর (সোমবার) সংক্ষিপ্ত সফরে ভোলায় আসেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। সফরকালে সকাল ১১টায় ভোলার সার্কিট হাউজে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি। এর আগে নৌবাহিনী প্রধান ভোলা জেলার সার্বিক নিরাপত্তা, রাষ্ট্রীয় অবকাঠামোর সুরক্ষা এবং যৌথ বাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি নৌ কন্টিনজেন্ট, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় করেন। তিনি জানান, দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ, উপকূলীয় থানাসমূহের নিরাপত্তা এবং মৎস্য আহরণ কার্যক্রম অব্যাহত রাখতে নৌবাহিনী টহল জোরদার করেছে। এছাড়াও দেশের বন্দরগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে যাতে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকে। নৌবাহিনী প্রধান আরও বলেন, দেশের অস্ত্র লুণ্ঠনসহ অপরাধমূলক কর্মকাণ্ড রোধে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে এবং দেশের স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নৌবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মাহিদুজ্জামান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকরা।