সারাদেশ

কালাইয়ে সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

কালাইয়ে সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৯ সেপ্টেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:৪৭

জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মোসলেমগঞ্জ হাইস্কুল মাঠে সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন থানা ও জেলা বিএনপির সাবেক সদস্য মামুনুর রশিদ সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-০২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। তিনি তার বক্তব্যে দেশ ও দলের ঐক্য বজায় রেখে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সজাগ থাকার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর গফুর মন্ডল, আনিসুর রহমান তালুকদার, এবং সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আলী হাসান মুক্তা ও আব্দুস সামাদ বাবু। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। তাঁরা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সমাবেশে অংশগ্রহণকারীরা বিএনপির প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং জাতীয় ঐক্য ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।