সারাদেশ

ভোলাহাটে নতুন ফিলিং স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ভোলাহাটে নতুন ফিলিং স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৯ সেপ্টেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:২৪

ভোলাহাট উপজেলার প্রাণকেন্দ্র মেডিকেল মোড় থেকে কানসাট অভিমুখে পল্লী মঙ্গল ইন্সটিটিউটের সামনে নতুন একটি ফিলিং স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এই ফিলিং স্টেশনটির আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলাহাট ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মোঃ আব্দুল লতিফ, গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মোঃ আব্দুর রাকিব, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাবু লায়েক, মোঃ রহমতুল্লাহ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোলাহাট উপজেলা একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে পরিচিত হওয়ায় এই ফিলিং স্টেশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বক্তারা আশা প্রকাশ করেন যে, শিগগিরই স্টেশনটি চালু হবে এবং এলাকাবাসী এর সুবিধা উপভোগ করতে পারবেন।