সারাদেশ

ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ প্রত্যাহার: খোপাতি গ্রামে সাংবাদিক সম্মেলন

ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ প্রত্যাহার: খোপাতি গ্রামে সাংবাদিক সম্মেলন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৯ সেপ্টেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:০৫

কাউনিয়ার খোপাতি গ্রামের বাসিন্দা এনজিও কর্মী সোহেল রানার বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা কটুক্তি ও অপপ্রচার চালানোর অভিযোগ করা হয়েছিল। তবে, সোমবার দুপুরে খোপাতি গ্রামের ধর্মপ্রাণ মুসলমান, এলাকা বাসী ও ছাত্র সমাজ একত্রিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন করে ওই অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে। সাংবাদিক সম্মেলনে ছাত্র সমন্বয়ক মিঠু মিয়া লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে তিনি জানান, সাম্প্রতিক সময়ে সোহেল রানার বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগ ওঠে। তবে প্রশাসনের তদন্তে জানা গেছে, সোহেল রানার আইডি হ্যাক করে দূস্কৃতিকারীরা তার আইডি থেকে ইসলাম বিরোধী নানা পোস্ট করেছে। সোহেল রানা এসব পোস্ট করেননি। তাই অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করে ধর্মপ্রাণ মুসলমানরা ওই অভিযোগ প্রত্যাহার করেন। এছাড়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হকের কাছে অভিযোগ প্রত্যাহারের আবেদনও জমা দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র সমন্বয়ক মোঃ মাহাতাব হোসেন, মোশারফ হোসেন, আতিকুর রহমান, রুবেল হোসাইন, সুমন, লিমন, কাউনিয়া উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ইদ্রিস আলী, জামিয়া রহমানিয়া মাদ্রাসা লিল্লাহ বোডিং এর পরিচালক হাফেজ মাওলানা আঃ আউয়াল প্রমুখ। উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সোহেল রানার বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য ও গ্রামবাসীর মধ্যে অপপ্রচার চালানোর প্রতিবাদে খোপাতি গ্রামের ধর্মপ্রাণ মুসলমান, এলাকাবাসী ও ছাত্র সমাজ বিক্ষোভ মিছিল করেছে এবং প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হকের কাছে ধর্ম উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেছিল।
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন