সারাদেশ

নওগাঁয় মাদক বিক্রি বন্ধের দাবিতে শিক্ষার্থী ও ইমাম-মোয়াজ্জেমদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নওগাঁয় মাদক বিক্রি বন্ধের দাবিতে শিক্ষার্থী ও ইমাম-মোয়াজ্জেমদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৯ সেপ্টেম্বর ২০২৪, সন্ধ্যা ৬:৫৯

নওগাঁর শিক্ষার্থীরা ও ইমাম-মোয়াজ্জেমরা সকল ধরনের মাদক বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। শনিবার দুপুরে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদ রাব্বানী রশিদের সভাপতিত্বে এই কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাইমারি শিক্ষক সমিতির জেলা সভাপতি জাহিদ রাব্বানী রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরমান হোসেন, আবু রায়হান, শাকিব হোসেন, অনিক, রাফি, সাদনান, রাকিন, এবং শহরের বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জেমরা। বক্তারা বলেন, মাদকের আগ্রাসনে শিক্ষার্থী ও যুব শক্তি ধ্বংস হচ্ছে, সমাজে অপরাধ ও অশান্তি বৃদ্ধি পাচ্ছে, এবং শ্রমজীবীরা কর্মক্ষম হয়ে পড়ছেন। তারা দীর্ঘদিন ধরে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পরিতোষ সাহা নামে এক ব্যক্তির বাংলা মদ বিক্রি এবং শহরের কাঁচা বাজারের পাশে ও বাঙ্গাবাড়িয়াসহ কয়েকটি চিহ্নিত স্থানে মাদক বিক্রি হওয়ার তথ্য তুলে ধরেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এবং দ্রুত মাদক বেচা-কেনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তারা।
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন