সারাদেশ

সিরাজগঞ্জে যত্রতত্র ব্যানার ফেস্টুন অপসারণ করার নির্দেশ

সিরাজগঞ্জে যত্রতত্র ব্যানার ফেস্টুন অপসারণ করার নির্দেশ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৯ সেপ্টেম্বর ২০২৪, সন্ধ্যা ৬:৫১

সিরাজগঞ্জে যত্রতত্র ব্যানার ফেস্টুন অপসারণ করার নির্দেশ প্রদান করেছেবিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল থে‌কে দিনব্যাপী জনদুর্ভোগ মূলক ব্যানার ফেস্টুন বিলবোর্ড শহরের বিভিন্ন জায়গা থে‌কে নিজ হা‌তে অপসারণ করেন। এসময় সাইদুর রহমান বাচ্চু বলেন, মানুষের জনদুর্ভোগ হয় এমন কোন জায়গায় ব্যানার ফেস্টুন না লাগানোর নির্দেশ প্রদান করেন। কেউ যদি লা‌গি‌য়ে থাকেন নিজ উদ্যোগে সরিয়ে ফেলবেন, না হলে আমি নিজের উদ্যোগে এগুলো সরিয়ে দেবো। এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, জেলা সেচ্ছা‌সেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো, রিমন তালুকদার, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সহ-সভাপতি মো: হাবীবসহ সিরাজগঞ্জ জেলা বিএনপির ১৮টি ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন