স্মার্ট লিগ্যাল এইড,স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকাল সারে ৮ টার দিকে সিরাজগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই লিগ্যা এইড দিবস উদযাপন ছাড়াও উপ-কমিটি গঠন করা হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মাননীয় সিনিয়র ও দায়রা জজ এবং জেলা আইনজীবী সহায়ক প্রদান কমিটির চেয়ারম্যান, জনাব এম আলী আহমেদ।
এসময়ে বক্তব্য রাখেন, এনজিও প্রতিনিধি শিপন নাগ, সরকারি আইনজীবী (জি.পি) এ্যাড. মোঃ রেজাউল করিম রাখাল,পাবলিক প্রসিকিউটর(পি পি)আলহাজ্ব গাজী আব্দুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. কায়ছার আহমেদ লিটন, সিরাজগঞ্জ সিভিল সার্জন,ডা. রাম পদ রায়,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ তালুকদার, জেলা ম্যাজিস্ট্রেট মীর মাহবুবুর রহমান, বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ বেগম সালমা খাতুন ও বিজ্ঞ বিচারক ( জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ মোঃ নাসিরুল হক জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ, জনাব জিনাত জাহান প্রমুখ।
এদিকে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসুচির মধ্য দিয়ে আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। দরিদ্র অসহায় মানুষের পাশে থেকে লিগ্যাল এইড বিনা পয়সায় মামলা পরিচালনার অঙ্গিকারে প্রচারনায় র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একইস্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে স্বোচ্ছায় রক্তদান, চক্ষু ক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসুচি হাতে নেয় আয়োজক কমিটি। কর্মসুচিতে জেলা ও দায়রা জজ মোঃ সাইফুজ্জামান হিরো, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এসময় জেলা ও দায়রা জজ সাইফুজ্জামান হিরো জানান, মানুষ যেনো জানতে পারে সরকারের পক্ষ থেকে লিগ্যাল এইড মাধ্যমে মামলা পরিচালনার ক্ষেত্রে কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। যারা মামলা পরিচালনা করতে পারে না অর্থের অভাবে তাদের জন্যই লিগ্যাল এইড। এছাড়া মামলা সংক্রান্ত সুযোগ সুবিধা প্রদানে নানা বিষয় তুলে ধরেন তিনি।
মতামত