সারাদেশ

মাদক পরিবহন কালে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ র‍্যাবের হাতে গ্রেফতার মিজানুর 

মাদক পরিবহন কালে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ র‍্যাবের হাতে গ্রেফতার মিজানুর 

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৯ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ২:৫৯

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর থেকে ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মিজানুর রহমান (২৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-১২) সদস্যরা। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যব: ১২-এর কোম্পানি কমান্ডার (লে. কমান্ডার বিএন) এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মিজানুর রহমান ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার একান্নপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব: ১২-এর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর এলাকায় মহাসড়কের ওপর একটি মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ১৯৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক মিজানুর রহমান দীর্ঘ দিন ধরে মাদকদ্রব্য ও ফেনসিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছেন। এ মাদক কারবারির বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা করা হয়েছে। এছাড়া তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।