সারাদেশ

সুবর্ণচরে সাগরিকা ও নিওলিথিক এগ্রোর কৃষি সহায়তা

সুবর্ণচরে সাগরিকা ও নিওলিথিক এগ্রোর কৃষি সহায়তা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৯ সেপ্টেম্বর ২০২৪, সকাল ৯:১৪

নোয়াখালীর সুবর্ণচরে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা ও নিওলিথিক এগ্রো লিমিটেডের যৌথ উদ্যোগে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে সাগরিকার প্রধান কার্যালয়ে উপজেলার চরবাটা ইউনিয়নের আওতায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদেরকে কৃষি সহায়তা হিসেবে ধানের চারা, ধানের বীজ ও‌ সবজির চারা বিতরণ করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম, লিওনিক এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আ.স.ম শফিউল আলম, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট (বারটান) সুবর্ণচরে'র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নূরে আলম সিদ্দিকী, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার উপ-পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. শামসুল হক, সংস্থার কৃষি কর্মকর্তা শিবব্রত ভৌমিক, কর্মকর্তা বদরুদ্দোজা চৌধুরী প্রমুখ। কৃষি পণ্যভিত্তিক প্রতিষ্ঠান নিওলিথিক এগ্রো লিমিটেড দেশের উত্তরবঙ্গের জেলাগুলোতে সাধারণত তাদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে সম্প্রতি সময়ের অধিক জলাবদ্ধতায় দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা নোয়াখালীর সুবর্ণচরেও কৃষকদের ক্ষয়ক্ষতি হলে কৃষকের সহায়তার জন্য এগিয়ে আসে প্রতিষ্ঠানটি। এ অঞ্চলে বর্তমান সময়ে ধানের চারার সংকট সবচেয়ে বেশি থাকায় কারণে প্রতিষ্ঠান দুটি'র এমন সমন্বিত সহায়তা পেয়ে আনন্দিত কৃষকেরা।