সারাদেশ

তারেক রহমানের সাথে সাতক্ষীরা জেলা বিএনপি নেতৃবৃন্দের ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত

তারেক রহমানের সাথে সাতক্ষীরা জেলা বিএনপি নেতৃবৃন্দের ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৮ সেপ্টেম্বর ২০২৪, রাত ১০:৩২

সাতক্ষীরার কলারোয়া ফুটবল মাঠে বিএনপি আয়োজিত একটি বিশাল জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাতক্ষীরা জেলা বিএনপি নেতৃবৃন্দের ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে। সদ্য কারামুক্ত তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মিটিংয়ে ৬০০ কিলোমিটার দূর থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। তিনি তাঁর বক্তব্যে সরকারের সমালোচনা করেন এবং বিএনপির চলমান রাজনৈতিক কার্যক্রমে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব ও লাবসা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. শহিদুল আলম, কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, বাবু মৃনাল কান্তি রায়, সাবেক এমপি কাজী আলাউদ্দিন, সাবেক জেলা সভাপতি রহমতউল্লাহ পলাশ, পৌর বিএনপি নেতা শের আলী, মাসুম বিল্লাহ শাহিন এবং তাসকিন আহমেদ চিশতি। এছাড়া যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও এই ভার্চুয়াল মিটিংয়ে অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান হাদী, শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, যুবদলের সমন্বয়ক ও পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক। এই সভায় কলারোয়া পৌর বিএনপির সাবেক মেয়র মোঃ আক্তারুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, প্রচার সম্পাদক আঃ রাজ্জাক এবং স্থানীয় কৃষক দলের নেতৃবৃন্দসহ অন্যান্য ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। জনসভায় বিএনপির নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।