দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালি গ্রাম পঞ্চায়েত এলাকায় সম্প্রতি জয় গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যার মূল লক্ষ্য ছিল প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তোলা।
স্থানীয় জনগণ এবং বিভিন্ন সংগঠনের সহযোগিতায় এই উদ্যোগে অংশ নেন ঝড়খালি ওয়ার্ল্ড এনিম্যাল পার্ক সংলগ্ন বোট ইউনিয়ন ঘাট থেকে সমবায় বাজার পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝড়খালি কোস্টাল থানার ওসি সনাতন কর্মকার, ফরেস্ট বিট অফিসার ইনচার্জ কৃষ্ণপদ মন্ডল, এবং বিদেশি অতিথি অমিত মুখার্জি।
এছাড়াও উপস্থিত ছিলেন জয় গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রের সম্পাদক বিশ্বজিৎ মহাকুড়, পঞ্চায়েত সমিতির সদস্য দীনেশ চন্দ্র মন্ডল, স্থানীয় পঞ্চায়েত সদস্য, ইস্কুলের ছাত্র-ছাত্রী, স্বনির্ভর দলের মা, গ্রাম কমিটির সদস্য, ব্যাঘ্র বিধবা এবং এলাকার সাধারণ মানুষ।
এদিন শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে বেশ কিছু ডাস্টবিন স্থানীয় ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়। এই কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষকে প্লাস্টিক ব্যবহার কমিয়ে পরিবেশ রক্ষার বিষয়ে উৎসাহিত করা হয়।
গ্রামের পরিবেশকে প্লাস্টিক মুক্ত করার এই প্রচেষ্টায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে গ্রামের বিভিন্ন শ্রেণির মানুষ।
মতামত