চাঁপাইনবাবগঞ্জের ফকিরপাড়া এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ১৩৮ বোতল ফেন্সিডিল, ৯৩০ গ্রাম হেরোইন এবং ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে শহরে প্রবেশের পরিকল্পনার কথা গোয়েন্দা সূত্রে নিশ্চিত হওয়ার পর অভিযান চালানো হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের ফকির পাড়া এলাকায় জনৈক মো. জামাল হোসেনের আমবাগানের জঙ্গলে মাদক কারবারিরা মাদক ও অস্ত্র ফেলে পালিয়ে যায়, যখন তারা র্যাবের উপস্থিতি টের পায়।
অভিযানের সময় কোনো আসামি আটক করা সম্ভব না হলেও উদ্ধারকৃত মাদক ও অস্ত্র চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা দেওয়া হয়েছে।
এ ঘটনায় মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছে।
মতামত