সারাদেশ

সুবর্ণচরে জামায়াতের উলামা সমাবেশ অনুষ্ঠিত 

সুবর্ণচরে জামায়াতের উলামা সমাবেশ অনুষ্ঠিত 

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৭ সেপ্টেম্বর ২০২৪, রাত ৯:৪১

নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুবর্ণচর উপজেলা শাখার আয়োজনে উলামা সম্মেলন'২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ সেপ্টেম্বর) সকাল ৭ টায় উপজেলার চরবাটা খাসেরহাট জামে মসজিদ প্রাঙ্গণে প্রায় ৩ শতাধিক আলেম-ওলামা নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুবর্ণচর উপজেলা শাখার কর্মপরিষদের সদস্য ও ওলামা বিভাগীয় সেক্রেটারি মাও. মো. ইসমাইলের সঞ্চালনায় উপজেলা মসজিদ মিশনের সভাপতি মাও. আহছান উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা জামায়াতের আমির ও বিশিষ্ট শিক্ষাবিদ মো. ইসহাক খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের শুরা সদস্য ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন নোয়াখালী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাও. নাজমুল ইসলাম শামীম, সুবর্ণচর উপজেলা জামায়াতের আমির মাও. জামাল উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও. জামান উল্লাহ মুকুল, উত্তর কাটাবুনিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাও. ছায়েদুল হক, দুলাল মিয়ারহাট ইসলামিয়া আজিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. হোছাইন আহমেদ, চরক্লার্ক ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন সুপার মাও. রেজওয়ানুল বারী, চরবাটা ইছমাইলিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাও. ফয়েজ উল্লাহ, চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাও. নুর উল্লাহ, ওলামা বিভাগীয় কমিটির চর ওয়াপদা ইউনিয়নের সভাপতি মাও. আবুবক্কর, চরজুবিলি ইউনিয়ন সভাপতি মাও. আবদুল ওয়াদুদ প্রমুখ। উক্ত সম্মেলনে অংশগ্রহণকারী ইমাম-খতিবদের দ্বীন প্রচারে ভুমিকা ও কার্যক্রম সম্পর্কিত নানা বিষয় আলোচনা হয়।