সিরাজগঞ্জের রায়গঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর একটি বিশেষ অভিযানে অভিনব কায়দায় সবজির বস্তায় লুকানো ১,৮৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দুপুর ২:১০ টার দিকে সিরাজগঞ্জ জেলার চান্দাইকোনা বাজার সংলগ্ন রংপুর-ঢাকাগামী মহাসড়কের উপর এই অভিযান পরিচালিত হয়।
র্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় ও র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়। অভিযানের সময় দুই মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম (৪৫) এবং মোঃ তরিকুল ইসলাম (৩৭) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ১,৮৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন এবং মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২ এর পক্ষ থেকে জানানো হয়, তারা মাদকমুক্ত বাংলাদেশ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। মাদক, অস্ত্র ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে র্যাবের পাশে থাকার আহ্বান জানানো হয়েছে।
মতামত