সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানায় মুঞ্জিল (৫০) নামের এক অটোভ্যান চালককে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুঞ্জিল রঘুনাথপুর গ্রামের মৃত আছাব আলীর ছেলে।
জানাযায়, শনিবার সকালে রঘুনাথপুর গ্রামের ভূঁইয়াগাঁতি হতে সলঙ্গা যাওয়ার রাস্তার পাশে দেশ ইটভাটার ইটের খামালের ওপর হাত-পা বাঁধা একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মতামত